ফেসবুকে ‘কাঁদে দিল্লি কাঁদে মানবতা’

২৮ ফেব্রুয়ারি, ২০২০ ১৯:৫৯  
সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাঁদাচ্ছে সাম্প্রদায়িক আইন সিএএ ও এনআরসিকে ঘিরে দিল্লিতে দাঙ্গায় প্রাণ হারানো অটোরিকশাচালক মুদাসসির খানের স্বজনদের বুকফাটা কান্নার ছবি। মুদাসসির খানের মরদেহ ঘিরে তার বাবার আহাজারি। এই দুইটি ছবি ভাইরাল হওয়ার পর ভারতের বৈচিত্র্যপূর্ণ ধর্ম-বিশ্বাস-সংস্কৃতির মানুষের একসঙ্গে বসবাসের গর্বিত ইতিহাস-কে কলঙ্কিত করেছে বলে মন্তব্য করেছে প্রায় সকলেই। ছবি পোস্ট করে ফেসবুকে অনেকেই লিখেছেন, ‘কাঁদে দিল্লি কাঁদে মানবতা’। কেউ লিখেছেন, ‘এই কান্না বিশ্ববাসীর জন্য অভিশাপ’। আবার কেউ লিখেছেন, ‘এ কান্না ভারতবর্ষের’। ক্ষোভের সঙ্গে সঙ্গে কেউ কেউ লিখছেন, ভারতে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই সংখ্যালঘুদের ওপর নিপীড়ন নেমে এসেছে। কেবল মুসলিমরাই নয়, খোদ সনাতন ধর্মের নিম্নবর্ণের দলিতরাও শিকার হয়ে চলেছে গণপিটুনির নামে সাম্প্রদায়িক হত্যাকাণ্ডের। কলকাতার প্রখ্যাত দৈনিক আনন্দবাজার পত্রিকা দাঙ্গার নৃশংসতা নিয়ে প্রতিবেদন করেছে এ ছবিটিকে নিয়েই। শিরোনাম করেছে- ‘এ যেন ইন্ডিয়া-পাকিস্তান বর্ডার’! ‘নরক হয়ে গেল চেনা রাজধানী’।